Newspaper K,D,K,B,
আন্তর্জাতিক ১৪ টা ১৭ মিনিট, ২৮ জানুয়ারি, ২০২২ পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় ১০ সেনা নিহত বালুচিস্তানে ফের বিদ্রোহীদের হামলায় রক্ত ঝরল পাকিস্তান সেনার। পাকিস্তান সেনার বিবৃতি উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বালুচিস্তানের কেচ জেলায় একটি সড়কে পাকিস্তান সেনার চেকপোস্টে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। গুলির লড়াই ও বিস্ফোরণে ১০ পাকিস্তান সেনার মৃত্যু হয়। খবর আনন্দবাজারের। আন্তর্জাতিক ডেস্ক ১ মিনিটে পড়ুন পাকিস্তান সেনার দাবি, ওই ঘটনার পরে এলাকা জুড়ে অভিযান চালিয়ে তিনজন বালুচ বিদ্রোহীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও বালুচ গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রকাশিত একটি খবরে দাবি, নিহত সেনারা পাকিস্তানিস্তানের ‘ফ্রন্টিয়ার কোর’ বাহিনীর সদস্য। তারা ওই এলাকায় ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ১৩০০ কিলোমিটার দীর্ঘ সিপিইসি-র ওপর সাম্প্রতিককালে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ), ‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-র মতো স্বাধীনতাপন্থী বালুচ গোষ্ঠীগুলো। আরও পড়ুন: বি...